মাথা ব্যথা অগ্রাহ্য করা কখনওই উচিত নয়, হতে পারে ভয়ানক বিপদ !!
আপনি যে ব্যথাকে মনে করছেন স্ট্রেস বা ঘুম না হওয়ার জন্য, তার কারণ হতে পারে অন্য কিছু। এমনই কয়েক ধরনের মাথা যন্ত্রণার কথা এখানে উল্লেখিত রইল, যা কখনই উপেক্ষা করা উচিত নয়—
মাথা ব্যথা হলেই পেনকিলার না খেয়ে অবশ্যই কথা বলুন ডাক্তারের সঙ্গে। আপনি যে ব্যথাকে মনে করছেন স্ট্রেস বা ঘুম না হওয়ার জন্য, তার কারণ হতে পারে অন্য কিছু। এমনই কয়েক ধরনের মাথা যন্ত্রণার কথা এখানে উল্লেখিত রইল, যা কখনই উপেক্ষা করা উচিত নয়—
১। জ্বরের সঙ্গে মাথা ব্যথা
সাধারণ ওষুধেও এই ব্যথা কমতে পারে। কিন্তু, তা যদি সপ্তাহখানেক পরেও না কমে, তবে অবশ্যই যোগাযোগ করুন ডাক্তারের সঙ্গে। হতে পারে এটি ম্যানেনজাইটিস।
২। দু-তিন দিন টানা মাথা ব্যথা
মাঝেসাঝেই মাথার ব্যথায় কাতরাতে হয়, এবং তা থাকে টানা দু-তিন দিন। এর কারণ হতে পারে, মস্তিষ্কে লাগাতার স্ট্রোক হচ্ছে যা আমরা বুঝতেই পারছি না।
৩। মাথা ব্যথার সঙ্গে যখন কমজোর হয় দৃষ্টি
মাথা ঘোরা, কথা জড়িয়ে যাওয়া, দৃষ্টি ঘোলাটে হয়ে আসা— মাথা ব্যথার সঙ্গে এই ধরনের উপশম থাকলে সাবধান হন। স্ট্রোকের আগে এমনটা হওয়া খুব সাধারণ ব্যাপার।
৪। ওয়ার্কআউট বা সঙ্গমের পরে মাথা ব্যথা
যে কোনও শারীরিক কসরতের পরে বা শরীরী মিলনের পরে যদি মাথা যন্ত্রণা হয়, তবে হতে পারে তা ব্রেন টিউমারের লক্ষণ।
৫। মাথায় চোট পাওয়ার পরে ব্যথা
কখনও মাথায় চোট পেয়েছেন, তার কারণে অনেক পরেও নানা সমস্যা হতে পারে। মাথা ব্যথা, মাথা ঘোরার মত সমস্যা হলে বুঝতে হবে মাথার ভেতরে সেই আঘাতের প্রতিফলনেই এই যন্ত্রণা।

No comments